সকল সার্ভিস

আপনার জন্য কি কি সেবা দিচ্ছে আমাদের অভিজ্ঞ টিম?

লিগ্যাল ৭১ এর সেবাগুলো আপনার প্রয়োজন অনুসারে সাজিয়েছি আমরা। সেবা পেতে বা যেকোন সমস্যা আলোচনা করতে সরাসরি আমাদের কল করুন, অথবা ইনবক্স করুন।

আমাদের সার্ভিসগুলো

ভ্যাট এবং ট্যাক্স সার্ভিস

ভ্যাট এবং ট্যাক্স বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে থাকি এবং আইনের সকল আবশ্যকতার উপর ভিত্তি করে ভ্যাট এবং ট্যাক্সের পরামর্শ প্রদান করে থাকি । আমরা প্রতি মাসে ভ্যাট রিটার্ন (৯.১) সাবমিট টিডিএস কর্তন এবং চালান জমা সহ বিস্তারিত সহযোগিতা করে থাকি । ব্যাক্তিগত রিটার্ন প্রস্তুত, অডিট কৃত রিটার্ন পরামর্শ দিয়ে থাকি তাছাড়া কোম্পানি রিটার্ন এসেসমেন্ট প্রস্তুত করে থাকি।

ব্যবসায়ের লাইসেন্স এবং সার্টিফিকেট

ব্যবসা পরিচালনা করতে বিভিন্ন ধরনের লাইসেন্সের প্রয়োজন হয় , যেমন এক মালিকানা ব্যবসায়ের জন্য ট্রেড লাইসেন্স , পার্টনারশীপ ডিড , জয়েন্টস্টোকে নিবন্ধ ইত্যাদি প্রয়োজন হয় । আমরা আপনার প্রয়োজন অনুসারে , প্রয়োজনীয় লাইসেন্সের পরামর্শ এবং সহযোগিতা করে থাকি।

ফাইনেন্স এবং একাউন্টিং সার্ভিস

আমরা কোম্পানীর ফাইনেন্সিয়াল পরামর্শ প্রদান , প্রি-বাজেটিং , প্রোজেক্ট প্লান করে থাকি যা একটা কোম্পনী ভবিষ্যতের পরিকল্পনা করতে পারে । সাথে সাথে আমরা কোম্পানীর হিসাব রক্ষনাবেক্ষনের কাজটিও করে থাকি যা কোম্পানীর প্রতিমাসের আয়-ব্যায় বিবরনী এবং সম্পদ দার-দেনা জানতে পারে ।

ব্যবস্থাপনা এবং পরামর্শ

ব্যবসা পরিচালনা করতে বিভিন্ন ধরনের আইনগত জটিলতা থাকে , আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় আমরা বিভিন্ন ব্যসায়িক মালিক পক্ষদের ব্যবসা পরিচালনায় পরামর্শ দিয়ে থাকি, নতুন শেয়ার হোল্ডার নিয়োগ, ব্যাংক লোন স্যাংশন করানো , ভবিষ্যতে কোন ব্যবসায় ক্ষেত্রে সরকার উৎসাহ দিচ্ছে এবং কি ধরনের ব্যবসা করলে সরকার থেকে সুবিধা পাওয়া সম্ভব যেমনঃ লিফট কারখানার জন্য আমদানি ছাড় রয়েছে ।

আপনার সমস্যা নিয়ে একজন লিগ্যাল এক্সপার্ট এর সাথে কথা বলতে চান? আমরা প্রস্তুত।

এখনি যোগাযোগ করুন
image