আপনার জন্য কি কি সেবা দিচ্ছে আমাদের অভিজ্ঞ টিম?
লিগ্যাল ৭১ এর সেবাগুলো আপনার প্রয়োজন অনুসারে সাজিয়েছি আমরা। সেবা পেতে বা যেকোন সমস্যা আলোচনা করতে সরাসরি আমাদের কল করুন, অথবা ইনবক্স করুন।
ব্যবসায়ের লাইসেন্স এবং সার্টিফিকেট
ট্রেড লাইসেন্স
আমরা ঢাকা সিটিতে ট্রেড লাইসেন্স করার ক্ষেত্রে সহযোগিতা করে থাকি , সাধারণত আপনার ব্যবসায়ের ধরন এবং চাহিদার আলোকে আমরা ট্রেড লাইসেন্স করে থাকি । আপনি যদি ভবিষ্যতে ইম্পোর্ট এবং এক্সপোর্ট করার সম্ভাবনা আছে সেই আলোকেই আমরা ট্রেড লাইসেন্স করতে সহযোগিতা করে থাকি ।
ট্রেড লাইসেন্স করার ক্ষেত্রে আপনার অফিস কিংবা দোকান অ্যাড্রেস অবশ্যই বাণিজ্যিক হতে হবে, এবং ভাড়া চুক্তি দিতে হবে । যার নামে ট্রেড লাইসেন্স করবেন উনার এন,আই,ডি এবং ছবি দিতে হবে ।
পার্টনারশিপ ব্যবসায়
আপনি যদি পার্টনারশিপ ব্যবসায় শুরু করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে পার্টনারশিপ ডিড ১৯৩২ আইন অনুসারে করতে হবে। বর্তমান আই অনুসারে ৪০ পেইজের স্টাম্পে ডিড করতে হবে এবং জয়েন্ট স্টকে নিবন্ধ করতে হবে।
আপনার ব্যবসায়ের কার্যক্রম অনুসারে ডিড প্রস্তুতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে থাকি, অংশীধারী আইন ১৯৩২ অনুসারে ব্যবসায় এবং অংশীদারদের প্রয়োজন অনুযায়ী ডিড প্রস্তুত করা হয় এবং নোটারি করা হয়।
পার্টিনাররা যদি মনে করেন তাহা জয়েন্ট স্টকে নিবন্ধ করবেন তাহলে তারা নিবন্ধন করতে পারবেন।
জয়েন্ট স্টকে নিবন্ধন
আপনি আপনার প্রতিষ্ঠানকে জয়েন্ট স্টকে নিবন্ধন করতে পারেন । আমরা জানি যে লিমিটেড কোম্পানিকে নিবন্ধন নিতে হয় RJSC থেকে । আমাদের অনেক দিনের অভিজ্ঞতার আলোকে আমরা আপনাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চেষ্টা করি । আপনার ব্যবসায়ের আলোকে আমরা ম্যমোরেন্ডার এবং আর্টিকেল অব অ্যাসোসিয়েশন প্রস্তুত করে থাকি যেমন আপনি যদি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান , উৎপাদনকারী প্রতিষ্ঠান, যোগদান, ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট ইত্যাদি ।
জয়েন্ট স্টকের ( RJSC) নিবন্ধ , ইনকর্পোরেশন, শিডিউল আপডেট, ফরম আপডেট, সার্চ ক্রিয়েশন সহ সকল ধরনের সাবে আমরা দিয়ে থাকি ।
আই,আর,সি এবং ই,আর,সি
আপনি যদি ইম্পোর্ট এবং এক্সপোর্টের ব্যবসা করে থাকেন কিংবা করতে চান তাহলে আপনার অবশ্যই আই,আর,সি এবং ই,আর,সি লাইসেন্স থাকতে হবে। আই,আর,সি এবং ই,আর,সি লাইসেন্স করার ক্ষেত্রে আপনার ব্যবসায়ের আলোকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করি থাকি। আপনি কি এবং কোন ধরনের ইম্পোর্ট এবং এক্সপোর্ট করলে আপনার ব্যবসায় সফল হতে পারেন তার সঠিক পরামর্শ দিয়ে থাকি। প্রতিবছর আপনার কি পরিমাণ ইম্পোর্ট এবং এক্সপোর্ট করার ইচ্ছে তার উপর ভিত্তি করে আই,আর,সি এবং ই,আর,সি প্ল্যান করতে হবে।
কমার্সিয়াল আই,আর,সি এবং ইন্ডাস্ট্রিয়াল আই,আর,সি করার ক্ষেত্রে পণ্যের ধরন এবং সঠিক HS Code দিয়ে সর্বনিম্ন সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করার চেষ্টা করি।
প্রতি বছর আপনার আই,আর,সি এবং ই,আর,সি রিনিউ করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করে থাকি আই,আরসি করার ক্ষেত্রে আমরা সর্বনিম্ন সময় নিয়ে থাকি । কমার্সিয়াল আই,আর,সি করার ক্ষেত্রে আমরা ১ থেকে ৩ কর্ম দিবস সময় নিয়ে থাকি যদি আপনার লাইসেন্সে কোন জটিলতা না থাকে।
টিন এবং বিন রেজিস্টেশন
সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিতে চাইলে আপনাকে ই-টিন করতে হয় হয় তাছাড়া লিমিটেড কোম্পানিকে অবশ্যই ই-টিন করতে হয় । আমরা সাধারণত ব্যক্তিগত এবং কোম্পানির টিন করে থাকি।
বিডা সুপারিশ
ইন্ডাস্ট্রিয়াল ব্যবসায়ের ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সুপারিশের প্রয়োজন হয় । বিডা সুপারিশ একটা জটিল কাজ , কিন্তু উক্ত কাজের ক্ষেত্রে আমাদের অনেক দিনের অভিজ্ঞতা । সেই আলোকে আমরা কাজের ক্ষেত্রে বাধা গুলো সম্পর্কে অকেবহাল । তাই আমরা যখন কাজ করি খুব একটা সমস্যা হয় না ।
পরিবেশের ছাড়পত্র
বর্তমানে পরিবেশ আইন ২০২৩ এর আলোকে বিভিন্ন মেয়াদে ছাড়পত্র প্রদান করা হয়ে থাকে যেমন ১,২,৩ এমনকি ৫ বছরের জন্য ছাড় পত্র দিয়ে থাকে । আমরা দ্রুততার সাথে পরিবেশ আইন মেনে ছাড় পত্র গ্রহণের সর্বোচ্চ চেষ্টা থাকে।
ফায়ার লাইসেন্স এবং প্ল্যান
ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের ফায়ার লাইসেন্স এবং ফায়ার প্ল্যান এর কাজ করে থাকি । আপনার ইন্ডাস্ট্রি, হোটেল ,রেস্টুরেন্ট , দোকান , কমার্শিয়াল অফিস ফায়ার প্ল্যান এবং লাইসেন্সের করে থাকি এবং প্রতি বছর রিনিউ কাজ আমরা সহযোগিতা করে থাকি।